শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুরে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ও পাঠক নন্দিত সংবাদপত্র দৈনিক জনকন্ঠ এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল ১১ টায় শাহজাদপুর প্রেস ক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দৈনিক জনকন্ঠের শাহজাদপুর উপজেলার নিজস্ব সংবাদদাতা সৈয়দ হুমায়ুন পারভেজ শাবিক্ষরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন, শফিকুজ্জামান শফি।
সভার শুরুতে ভাষা শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের জন্য দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সৈয়দ হুমায়ুন পারভেজ শাব্বির। সভায় অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সাংবাদিক হাসানুজ্জামান তুহিন, সাগর বসাক, কোরবান আলী লাভলু, আলামিন হোসেন প্রমূখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন, সাংবাদিক আবুল কাশেম।