যুগের কথা প্রতিবেদক : সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী প্রাচীনতম বিদ্যাপীঠ ভিক্টোরিয়া হাই স্কুলের ভাবগাম্ভীর্য পরিবেশে যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্র“য়ারি পালন করা হয়েছে। সোমবার (২১ ফেব্র“য়ারি-২০২২) অত্র স্কুলে ভোরে অর্ধনির্মিত জাতীয় পতাকা উত্তোলন, সকালে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী, পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, দুপুরে স্কুলের হলব্র“মে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।
ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে ভাষা দিবস উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা শিক্ষা অফিসার মো. শফী উল্লাহ্। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, একাডেমিক সুপার ভাইজার সাফা সাদরিয়া, পৌরসভার প্যানেল মেয়র নূরুল হক প্রমুখ। অন্ষ্ঠুানের সঞ্চালনায় ছিলেন, সহকারি শিক্ষক মো. রাশিদুল হাসান।
এ সময় অত্র বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নীল মণি মজুমদার, অবসর প্রাপ্ত শিক্ষক মোঃ আখতারুজ্জামান, ম্যানেজিং কমিটির সদস্য আবুল হোসেন সন্টু, মো. খালেকুজ্জামান, জাহিদ হাসান শান্ত, ম্যানেজিং কমিটির সদস্য ইমা খাতুন, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা সহ সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
১৯৫২ সালের এই দিনে বাংলা মায়ের বীরসন্তানেরা মাতৃভাষার সম্মান রক্ষার্থে ১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষার জন্য রফিক জব্বার, বরকত সহ অনেকে আন্দোলন করে বুকের তাজা রক্ত দিয়েছিলেন ঢাকার রাজপথে। পৃথিবীতে নজীর বিহীন ইতিহাস সৃষ্টি করেছিলেন। মাতৃভাষা জন্য আত্মদানের এই অনন্য ঘটনা স্বীকৃত হয়। আন্তর্জাতিক মাতৃভাষাকে ১৯৯৯ সালে ইউনেস্কো একুশে ফেব্র“য়ারিকে ঘোষণা করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে।