সলঙ্গা প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় আলোচিত চাঞ্চল্যকর পলাশ চন্দ্র দাস (৩৩) হত্যা মামলার প্রধান আসামী শ্রীবাস চন্দ্রদাস জীবনকে গ্রেফতার করেছে সলঙ্গা থানা পুলিশ। নিহত পশাল চন্দ্র সলঙ্গা ঋষীপাড়া গ্রামের মৃত অমল চন্দ্র দাশের ছেলে। গ্রেফতারকৃত শ্রীবাস চন্দ্রদাস জীবন ঋষীপাড়া এলাকার সুবোলের ছেলে। সোমবার সন্ধ্যায় উপজেলার হাটিকুমরুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে পলাশ হত্যা মামলার প্রধান আসামী শ্রীবাস চন্দ্রদাস জীবনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরের দিকে সিরাজগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়।
উল্লেখ্য গত ১৩ ফেব্র“য়ারী দুপুর ১২টার দিকে পলাশকে ঢাকায় একটি সেলুনে কাজের জন্য নিয়ে যেতে চায় শ্রীবাস চন্দ্র দাস জীবন। যেতে রাজি নানা হলে কাঠের বাটাম দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে। গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ ও পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার সেখানে সে মারা যায়। এ ঘটনায় ওই দিনই ৩ জনকে আটক করে সলঙ্গা থানা পুলিশ।