যুগের কথা প্রতিবেদক :
সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে বঙ্গবন্ধ সেতু পশ্চিম থানা এলাকায় ৫৯৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিট এ্যকশন র্যাব-১২ সদস্যরা। এসময় মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
শুক্রবার (৪ মার্চ) দুপুর ১ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২’র মিডিয়া অফিসার মেজর এম রিফাত বিন আসাদ। 

আটককৃতরা হলেন, নরসিংদী জেলার চরসিন্দুর মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে মো. কাওছার মিয়া (৪৩), ও গাজীপুর জেলার শ্রীপুরের কেউয়া পশ্চিম খন্ড গ্রামের মো. আরমান উল্লাহর ছেলে মো. রফিকুল ইসলাম (৩৪)।
মেজর এম রিফাত বিন আসাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোল প্লাজার পাশে একটি অস্থায়ী চেকপোষ্ট বসানো হয়। এসময় ওই প্রাইভেট কার তল্লাশী করে ৫৯৯ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়।
মেজর এম রিফাত বিন আসাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোল প্লাজার পাশে একটি অস্থায়ী চেকপোষ্ট বসানো হয়। এসময় ওই প্রাইভেট কার তল্লাশী করে ৫৯৯ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল, নগদ ২ হাজার ৫ শত টাকা এবং তাদের ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতসহ বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।