কাজিপুর প্রতিনিধিঃ মহান মুক্তিযুদ্ধের মহানায়ক, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ যথাযথ মর্যাদায় পালন করে কাজিপুর উপজেলা প্রশাসন।
দিবসটি উপলক্ষে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে আলমপুর চৌরাস্তা প্রদক্ষিণ করে উপজেলা স্বাধীনতা স্কয়ারে এসে সমবেত হয়।
উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ, কাজিপুর থানা,স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ সমিতি, আরচেস সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উপজেলা স্বাধীনতা স্কয়ার এ বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা দোয়া করা হয়। ভোরে জাতীয় পতাকা উত্তোলন করে। বেলা এগারোটায় কাজিপুর উপজেলা পরিষদ হলরুমে দিবসটির তাৎপর্য তুলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। অনুষ্ঠানে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। উপজেলা পি আই ও এ কে এম শাহা আলম মোল্লার পরিচাালনায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, বীর মুক্তি যোদ্ধা গাজী ইউনুস আলী, থানা অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, ইসলামী ফাউন্ডেশন কাজিপুর ফিল্ড সুপারভাইজার মোঃ শাহিন আলম। এ সময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধাগন, উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম, প্রাণী সম্পদকর্মকর্তা ডাঃ দিদারুল আহসান, শিক্ষা অফিসার হাবিবুর রহমান, সমাজ সেবা অফিসার আলাউদ্দিনসহ জনপ্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক মন্ডলী।
এরপর এ দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ। শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সাত দিন ব্যাপি পরিষদ চত্বরে উন্নয়ন মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ -১ সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। পরে অতিথি বৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।