রায়গঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে ১নং ধামাইনগর ইউনিয়ন পরিষদ কর্তৃক বয়স্ক ও বিধবা ভাতার কার্ড ৪৬০ জনের মাঝে বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমরুল হোসেন তালুকদার ইমন,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং ধামাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাইসুল হাসান সুমন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার ইলিয়াস হোসেন, ইউনিয়ন পরিষদের সচিব রজিন পলাশ এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।