শাহজাদপুর প্রতিনিধি : দোলযাত্রা উপলক্ষে হিন্দু সম্প্রদায় শুক্রবার সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের শাহজাদপুরেও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানমালা পালন করেছে। এ উপলক্ষে শাহজাদপুর পৌর এলাকার সাহাপাড়াস্থ গৌর নিতাই সেবা আশ্রমে পূজা, আবির খেলা ও কীর্তন এবং প্রসাদ বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে হিন্দু সম্প্রদায় নেতা মনোরঞ্জন সাহা, সন্তোষ কুমার সাহা, নিখিল কর্মকার, শাহজাদপুর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাসুদেব দত্ত, অসীত কুমার গোস্বামী, বিজন পোদ্দার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, আসন্ন শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনের সাধারন সম্পাদক পদপপ্রার্থী মানিক সরকার, জনি কুন্ডু, রাজেশ দত্ত, অসীম কুমার রায়সহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
এদিন সকালে এ উপলক্ষে গৌর নিতাই সেবা আশ্রম থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে স্থানীয় হিন্দু সম্প্রদায়। শোভাযাত্রাটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সেখানেই এসে শেষ হয়। সবমিলিয়ে ব্যাপক উৎসবমূখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শাহজাদপুরে দোল উৎসব পালিত হয়েছে।
জানা গেছে, হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব দোলযাত্রা শুক্রবার। শ্রীকৃষ্ণের দোলযাত্রা নামে এটি অধিক পরিচিত। গৌড় পূর্ণিমা তথা দোল পূর্ণিমার এ উৎসবে ভক্তরা সৃষ্টিকর্তার কাছে ন্যায়ের বিজয় ও অন্যায়ের বিনাশ প্রার্থনা করেন। দ্বাপর যুগ থেকে শ্রীকৃষ্ণের এ দোল উৎসব চলে আসছে। পুষ্পরেণুর মাধ্যমে রাধা-কৃষ্ণ দোল উৎসব করতেন। সময়ের বিবর্তনে পুষ্পরেণু ‘আবির’ নামের লাল রঙের এক ধরনের পাউডারে রূপান্তরিত হয়েছে।
বাংলাদেশের সব মত ও পথের হিন্দুরাও দোল উৎসব পালন করে। উৎসবটি ভারতের পশ্চিমবঙ্গ, মাদ্রাজ, ওড়িশা প্রভৃতি স্থানে দোল উৎসব এবং উত্তর, পশ্চিম ও মধ্য ভারতে ‘হোলি’ নামে পরিচিত। এ উৎসবকে বসন্ত উৎসবও বলা হয়।