ঢাকাশনিবার , ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শাহজাদপুরে দোল উৎসব পালিত

যুগের কথা ডেস্ক
মার্চ ১৯, ২০২২ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

শাহজাদপুর প্রতিনিধি : দোলযাত্রা উপলক্ষে হিন্দু সম্প্রদায় শুক্রবার সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের শাহজাদপুরেও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানমালা পালন করেছে। এ উপলক্ষে শাহজাদপুর পৌর এলাকার সাহাপাড়াস্থ গৌর নিতাই সেবা আশ্রমে পূজা, আবির খেলা ও কীর্তন এবং প্রসাদ বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে হিন্দু সম্প্রদায় নেতা মনোরঞ্জন সাহা, সন্তোষ কুমার সাহা, নিখিল কর্মকার, শাহজাদপুর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাসুদেব দত্ত, অসীত কুমার গোস্বামী, বিজন পোদ্দার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, আসন্ন শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনের সাধারন সম্পাদক পদপপ্রার্থী মানিক সরকার, জনি কুন্ডু, রাজেশ দত্ত, অসীম কুমার রায়সহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

এদিন সকালে এ উপলক্ষে গৌর নিতাই সেবা আশ্রম থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে স্থানীয় হিন্দু সম্প্রদায়। শোভাযাত্রাটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সেখানেই এসে শেষ হয়। সবমিলিয়ে ব্যাপক উৎসবমূখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শাহজাদপুরে দোল উৎসব পালিত হয়েছে।

জানা গেছে, হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব দোলযাত্রা  শুক্রবার। শ্রীকৃষ্ণের দোলযাত্রা নামে এটি অধিক পরিচিত। গৌড় পূর্ণিমা তথা দোল পূর্ণিমার এ উৎসবে ভক্তরা সৃষ্টিকর্তার কাছে ন্যায়ের বিজয় ও অন্যায়ের বিনাশ প্রার্থনা করেন। দ্বাপর যুগ থেকে শ্রীকৃষ্ণের এ দোল উৎসব চলে আসছে। পুষ্পরেণুর মাধ্যমে রাধা-কৃষ্ণ দোল উৎসব করতেন। সময়ের বিবর্তনে পুষ্পরেণু ‘আবির’ নামের লাল রঙের এক ধরনের পাউডারে রূপান্তরিত হয়েছে।

বাংলাদেশের সব মত ও পথের হিন্দুরাও দোল উৎসব পালন করে। উৎসবটি ভারতের পশ্চিমবঙ্গ, মাদ্রাজ, ওড়িশা প্রভৃতি স্থানে দোল উৎসব এবং উত্তর, পশ্চিম ও মধ্য ভারতে ‘হোলি’ নামে পরিচিত। এ উৎসবকে বসন্ত উৎসবও বলা হয়।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।