যুগের কথা প্রতিবেদক :
সিরাজগঞ্জের বেলকুচিতে মনির হোমিও ঔষধের দোকানে অভিযান চালিয়ে ১৮ লিটার অ্যালকোহলসহ ইয়াসিন আরাফাত (২০) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২’র সদস্যরা। এসময় নগদ ৬ হাজার ৫শত টাকা উদ্ধার করা হয়।
আটক ইয়াসিন আরাফাত, বেলকুচি উপজেলার বেড়াখারুয়া গ্রামের শাহ-আলমের ছেলে। সোমবার (২১ মার্চ) দুপুরে র্যাব-১২’র মেজর (মিডিয়া অফিসার) এম. রিফাত-বিন-আসাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।
মেজর আরও জানান, গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর একটি চৌকষ আভিযানিক দল জেলার বেলকুচি পৌর এলাকার মনির হোমিও ঔষধের দোকানে অভিযান চালিয়ে ৫৮৯ বোতল (১৮ লিটার) অ্যালকোহলযুক্ত তরল পদার্থসহ ১ জনকে আটক করে। এসময় তার নিকট থেকে ১ টি মোবাইল ও নগদ ৬ হাজার ৫শত টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন এলাকায় অবৈধ অ্যালকোহলযুক্ত তরল পদার্থ ক্রয়-বিক্রয় করে আসছিল। আটককৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের ও উদ্ধারকৃত আলামতসহ তাকে বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।