যুগের কথা প্রতিবেদক :
সিরাজগঞ্জ শহরে একটি নির্মানাধীন ভবনের অভ্যন্তরে সেপটিক ট্রাংকি (শো-কল) নির্মানের সময় মাটি চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরেক শ্রমিক।
রবিবার দুপুরে শহরের সয়াধানগড়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক শান্ত সেখ (১৭) শহরের রাণীগ্রাম দক্ষিণপাড়ার বাবুল সেখের ছেলে। সে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে ১০ শ্রেনীতে পড়তো। আহত শফিকুল ইসলাম একই মহল্লার শওকত আলীর ছেলে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, ভবন মালিক ঠিকাদার আব্দুল কাদের লিটনের নির্মানাধীন বহুতল ভবনে সেপটিক ট্যাংকি নির্মান কাজ চলছিল।
দুপুর আড়াইটার দিকে হঠাৎ মাটি ধসে শান্ত ও শফিকুল মাটির নিচে চাপা পড়েন। ওই সময় স্থানীয়রা শফিকুলকে দ্রুত উদ্ধার করতে পারলেও শান্ত গর্তের মাটির নিচে চাপা পড়ে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে ৩ ঘন্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।