কামারখন্দ প্রতিনিধি :
সিরাজগঞ্জের কামারখন্দে সংসারে নানা অভাব-অনটনের কারণে কুদুর প্রামানিক (৬৫) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার (১৩ এপ্রিল) ভোরে উপজেলার জামতৈল পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কুদুর প্রামানিক ওই গ্রামের মৃত গাজী প্রামানিকের ছেলে।
কামারখন্দ থানার পরিদর্শক (তদন্ত) আহসানুজ্জামান জানান, ছেলে সন্তান থাকলেও স্ত্রীকে নিয়ে নিজের আলাদা সংসার ছিল কুদুর প্রামানিকের। ভ্যানগাড়ী চালিয়ে তিনি জীবিকা নির্বাহ করছিলেন। সাংসারিক অভাব-অনটন ও শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। আজ ভোর ৫টার সময় বৃদ্ধ কুদুর প্রামানিক ঘর থেকে বেড়িয়ে যান।
এরপর সকালের দিকে বাড়ির পাশের পেয়ারা গাছের ঢালে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহের সুরুতহাল রিপোর্ট করা হয়েছে। কারও কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।