যুগের কথা প্রতিবেদক :
সিরাজগঞ্জের রায়গঞ্জে অজ্ঞাত যানবহন চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহত ফিরোজ মিয়া (৩৭) রংপুর জেলার পীরগাছা থানার বিঘটারি গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
শুক্রবার দুপুরে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে রায়গঞ্জ উপজেলার কামারপাড়া ব্রিজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানায়, মোটরসাইকেল নিয়ে ফিরোজ মিয়া ঢাকা থেকে রংপুর যাচ্ছিল। তিনি রায়গঞ্জ উপজেলার কামারপাড়া ব্রিজ এলাকায় পৌছিলে অজ্ঞাতনামা গাড়ী তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফিরোজ মিয়া মারা যায়। দুর্ঘটনা কবলীত মোটরসাইকেল ও মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।