ঢাকাশনিবার , ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের কমিটির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

যুগের কথা ডেস্ক
এপ্রিল ১৭, ২০২২ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

যুগের কথা প্রতিবেদক :
সিরাজগঞ্জ জেলা অটোটেম্পু অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে অর্থআত্মসাতে অভিযোগ করেছে সাধারণ শ্রমিকেরা।

শনিবার (১৬ এপ্রিল) বেলা ১২টার দিকে শহরের রেল গেইট সিএনজি স্টেশনের সামনে নির্বাচন ও সমিতির আয়-ব্যায়ের হিসাব চেয়ে মানববন্ধন করেছে।

মানববন্ধনে অটোটেম্পু অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সদস্য উজ্জাল হোসেন, আব্দুল্লাহ হাসান, টুকু শেখ, সাইদুর রহমান স্বপন, আনিছুর রহমান, বাবু শেখ, আব্দুস সবুর, আবুল কাশেম, জাহিদ হাসানেরা বলেন, দীর্ঘদিন সিরাজগঞ্জ জেলা অটোটেম্পু অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের মেয়াদ শেষ হয়েছে। কিন্তু মেয়াদ শেষ হলেও অবৈধভাবে এই কমিটির নেতাকর্মীরা ক্ষমতায় রয়েছে। আয়-ব্যায় হিসাব না দিয়ে জোরপুরর্বক ক্ষমতায় রয়েছে ওই অবৈধ নেতাকর্মীরা। তারা কমিটির লক্ষ লক্ষ টাকা আত্মসাত করছে।

গত ২০ মার্চ সমিটির সাধারণ সভা হওয়ার কথা থাকলেও আজ পর্যন্তও আহবায়ক কমিটি না করে জেলা জাতীয় শ্রমিক লীগের কাছে দায়িত্ব দেন। গত ২০ মার্চ থেকে জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীনের স্বাক্ষরিত রশীদের মাধ্যমে শ্রমিকদের নিকট থেকে চাঁদা আদায় করা হচ্ছে।
শুধু তাই নয় উত্তোলনকৃত চাঁদার টাকা এখন পর্যন্ত সিরাজগঞ্জ জেলা অটোটেম্পু অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ব্যাংকের একাউন্ডের জমা দেয়নি। আমরা সমিতির সদস্যরা মনে করছি আমাদের শ্রমিককের চাঁদার টাকা কেনো জাতীয় শ্রমিক লীগের নেতাকর্মীরা উত্তোলন করবে।

সিরাজগঞ্জ জেলা অটোটেম্পু অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম লিটন বলেন, গত ২০১৭ সালের ১৯ মে নির্বাচনের মাধ্যমে আমাদের এই কমিটি গঠন হয়।

পরে ২০২০ সালের মে মাসে কমিটির মেয়াদ শেষ হয়। করোনার কারনে আমাদের এই কমিটির দুই বছরের জন্য বৃদ্ধি করা হয়। তার পর থেকে সাধারণ সভা ও নির্বাচনের কোন নির্ধারিত তারিখ ঘোষনা হয়নি। সমিতির আয়-ব্যায় আমার কাছে নেই। সকল হিসাব সভাপতির নিকট রয়েছে।

সিরাজগঞ্জ জেলা অটোটেম্পু অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াসিন আলী বলেন, আমাদের কমিটির সদস্যের ভিতরে সমস্যার কারনে জেলা শ্রমিক লীগের কাছে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা আগামী ১ মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন একটি কমিটি গঠন করে দিবে।

সিরাজগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন বলেন, সিরাজগঞ্জ জেলা অটোটেম্পু অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সম্পাদকসহ কমিটির বিরুদ্ধে অর্থআত্মসাতসহ নানা অভিযোগের কারণে জেলা শ্রমিক লীগ আগামী এক মাসের জন্য নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নিয়েছে।

চাঁদার টাকা ব্যাংকে না রেখে নিজেদের কাছে রাখছেন এই প্রশ্নে তিনি বলেন, গত কয়েকদিনের ৬০ হাজার টাকার মতো চাঁদা উত্তোলন করা হয়েছে। সেই বর্তমানে আমাদের কাছে রয়েছে। এক মাস পরে নির্বাচন হলে নতুন কমিটির কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।