মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে গণভবন থেকে ভাচ্যুয়ালি যোগ দিয়ে সিরাজগঞ্জের ৯টি উপজেলায় ৪০৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঈদ উপহার হিসেবে বাড়ির দলিল হস্তান্তর করা হয়।
সদর উপজেলায় ৮২টি, রায়গঞ্জ উপজেলায় ৭০, কাজিপুর উপজেলায় ৫০, উল্লাপাড়া উপজেলায় ৪০, তাড়াশ উপজেলায় ৪৫, বেলকুচি উপজেলায় ২৫, শাহজাদপুর উপজেলায় ৪০, চৌহালী ও কামারখন্দ উপজেলায় ৫৩ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঈদ উপহার হিসেবে হস্তান্তর করা হয়।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ বলেন, সিরাজগঞ্জ জেলায় আমরা তৃতীয় ধাপে ৫৩৩টি ঘর নির্মাণ করছি। এর মধ্যে ৪০৯টি প্রস্তুত হয়েছে। তিনধাপ মিলে সিরাজগঞ্জে এক হাজার ৮১০টি ঘর করেছি। মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে আজ ৪০৯টি ঘর ভাচ্যুয়ালি যোগ দিয়ে হস্তান্তর করেন।
তিনি বলেন, শুধু জমি আর সেমিপাকা ঘরই দেইনি, আমরা এখানে সব নাগরিক সুবিধা নিশ্চিত করেছি। সুপেয় পানি ও বিদ্যুতের পাশাপাশি মসজিদ, খেলার মাঠ, বিশ্রামগার, পুকুর ও ঘাট, ড্রেনেজ ব্যবস্থাসহ সব সুবিধা আছে বলে তিনি জানান।