যুগের কথা প্রতিবেদক :
ফ্রেন্ডস সোসাইটি’ র বার্ষিক সাধারন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(১ মে ২০২২) রবিবার বিকেলে ফ্রেন্ডস সোসাইটি’র নিজস্ব কার্যালয়ে হরিনা পিপুলবাড়িয়া বাজার, সিরাজগঞ্জে এ বার্ষিক সাধারন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ফ্রেন্ডস সোসাইটি’র সভাপতি মোঃ লুৎফর রহমান এর সভাপতিত্বে সোসাইটির সাধারন সম্পাদক মোঃ সোলায়মান হোসেন সোহাগ, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সাধারন সম্পাদক বুলবুল ইসলাম ভুট্টো, সাংগঠনিক সম্পাদক মোঃ নূরে আলম হিমেল, কোষাধ্যক্ষ মোঃ তারিকুল ইসলাম তারেক, দপ্তর সম্পাদক মো: ওমর ফারুক সেখ সহ সোসাইটির ২৬ জন সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আর্তমানবতা কাজে নিয়োজিত করার জন্য ২০১৭ সালে ৩৪ জন বন্ধু মিলে এই ফ্রেন্ডস সোসাইটি গঠন করা হয়। ফেন্ডস সোসাইটি হত দরিদ্র মানুষের কল্যানে বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম অংশগ্রহন করে থাকে।
বার্ষিক সাধারন সভা শেষে ফ্রেন্ডস সোসাইটির সকল সদস্য নিয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।