ঢাকারবিবার , ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শাহজাদপুরে আ.লীগের ৪ নেতা বহিষ্কার

যুগের কথা ডেস্ক
মে ৩০, ২০২২ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

যুগের কথা প্রতিবেদক:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীসহ চার আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৩০ মে) সকালে এসব তথ্য নিশ্চিত করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হামিদ লাবলু।

বহিষ্কৃত নেতারা হলেন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল আউয়াল বাবলু, সোনাতনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম কিবরিয়া সজীব, সহসভাপতি এবং দপ্তর সম্পাদক আবু ইউছুফ এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. গোলাম মোর্তূজা।

শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হামিদ লাবলু জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় আব্দুল আউয়াল বাবলু ও নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ তিনজনকে গঠনতন্ত্রের ৪৭(ঠ) ধারা মোতাবেক বহিষ্কার করা হয়েছে।

এ ব্যাপারে কথা বলার জন্য বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী আব্দুল আউয়াল বাবলুর বক্তব্য ও মন্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

প্রসঙ্গত, আগামী ১৫ জুন শাহজাদপুর উপজেলার ১১ নং সোনাতনী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।