ঢাকারবিবার , ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে ১৪টি হাসপাতাল ও ক্লিনিক বন্ধ

যুগের কথা ডেস্ক
মে ৩১, ২০২২ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

যুগের কথা প্রতিবেদক :

নিবন্ধন না থাকায় সিরাজগঞ্জ জেলায় বেসরকারী ১৪টি হাসপাতাল ও ক্লিনিককে বন্ধ করে দেওয়া হয়েছে। আর হালনাগাদ বা নবায়নকৃত কাগজপত্র না থাকায় ৯০টি প্রতিষ্ঠানকে সর্তক করেছে স্বাস্থ্য বিভাগ।

সোমবার বিকেলে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ রাম পদ রায় বলেন, হাইকোর্টের দেয়া ৭২ ঘন্টার সময়সীমার (রবিবার পর্যন্ত) মধ্যে জেলার রায়গঞ্জ উপজেলায় ৩টি, তাড়াশে ৩টি, কাজিপুরে ২টি, বেলকুচিতে ১টি এবং সিরাজগঞ্জ সদরের ৪ মিলে মোট ১৪টি নিবন্ধন বিহীন বেসরকারী হাসপাতাল ও ক্লিনিক বন্ধ করে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রাপ্ত তালিকা অনুযায়ী জেলায় নিবন্ধনকৃত হাসপাতাল ও ক্লিনিকের সংখ্যা ১৪১টি। এরমধ্যে হালনাগাদ নবায়নকৃত প্রতিষ্ঠানের সংখ্যা ৫১টি। আর ১ থেকে ৪ বছর পর্যন্ত কাগজপত্র নবায়ন করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৯০।

সিভিল সার্জন বলেন, যারা নবায়ন করেনি তাদের ১৫ জুনের মধ্যে কাগজপত্র হালনাগাদ করতে বলা হয়েছে। অন্যস্থায় পরবর্তীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। তবে এসব তালিকার বাইরেও জেলা ও উপজেলা পর্যায়ে আরও কোন প্রতিষ্ঠান আছে কিনা সেটি খুজে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।