যুগের কথা প্রতিবেদনক: সিরাজগঞ্জ- রায়গড় আঞ্চলিক সড়কের পাঙ্গাসী বাজারে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ শত পিচ ইয়াবাসহ মোঃ আখতারুজ্জামান(৩৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা।
আটক আখতারুজ্জামান, জেলার রায়গঞ্জের দেওলমুড়া গ্রামের আজহার আলীর ছেলে।
শনিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকেরিয়া হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, গোপন সংবাদে শুক্রবার রাতে
সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের হাটপাঙ্গাসী বাজারে অভিযান চালিয়ে আখতারুজ্জামানকে আটক করা হয়ে।
এসময় তার কাজ থেকে ৩ শত পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
এঘটনায় রায়গঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পর আজ শনিবার সকালে আসামীকে আলামতসহ আদালতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।