যুগের কথা প্রতিবেদক : সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চেয়ারম্যান সেলিম শেখ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখায় সিরাজগঞ্জ সদর উপজেলায় সেরা হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে সদর উপজেলা অডিটোরিয়ামে আইন শৃঙ্খলা মিটিং ও মাসিক মিটিং শেষে সদর উপজেলার কর্মকর্তাদের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়।
এসময় সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বী, সহকারী কমিশনার (ভূমি) এসএম রকিবুল হাসান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিম রেজা নুর দীপু, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাইয়ার সুলতানা, সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: জাহিদুল ইসলাম হীরাসহ অন্যন্য ইউপি চেয়ারম্যনরা শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সেলিমকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৬ অক্টোবর) জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের শ্রেষ্ঠ চেয়ারম্যান ও শ্রেষ্ঠ গ্রাম পুলিশকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।