কামারখন্দ প্রতিনিধি :সিরাজগঞ্জের কামারখন্দে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল – বাসদের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১০৫ তম মহান রুশ বিপ্লব বার্ষিকী উপলক্ষে লাল পতাকা মিছিল শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় উপজেলার শহীদ মিনারে চত্বরে সমাবেশ করেন কামারখন্দ উপজেলা শাখার বাংলাদেশর সমাজতান্ত্রিক দল-বাসদ।
এতে সভাপতিত্ব করেন কামারখন্দ উপজেলা শাখার বাসদের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন।ক্ষেত মজুর ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও নওগাঁ জেলার বাসদের আহবায়ক জয়নাল আবেদিন বলেন, রাতের ভোট দিনে হয়, এদেশে যারা বড়লোক তারা বড় লোক হচ্ছে আর যারা গরীব তাঁরা গরীব হচ্ছে। টাকা যার শিক্ষা তাঁর, টাকা যার চিকিৎসা তাঁর। মালিকেরা রাষ্ট্র পরিচালনার জন্য এমনটা হচ্ছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, সরকার চালের দাম নির্ধারণ করেছে ২৭-২৮ টাকা অথচ ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সেই চাল বিক্রি করছে ৭০-৮০ টাকা। শুধু রাস্তাঘাট উন্নয়ন করলেই উন্নয়ন হয় না। বড়লোকদের জন্য ঋণ দেওয়া হয় অথচ ৯ টাকায় সুদে গরীব কৃষকদের ব্যাংকে ঢুকতে দেওয়া হয় না। কৃষকদের স্বল্প সুদে ব্যাংক থেকে ঋণ দেওয়া হয় না। এনজিও ঋণ দেয় তবে ১২ টাকার ঋণ ২৪ টাকায় শোধ করতে হয় ইউএনও,উপজেলা প্রশাসন,আমলাদের এগুলো দেখেন না অথচ তাঁরা বড় বড় গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়। তাদের বেতন হয় জনগণের টাকায় অথচ জনগণের সমস্যা তাদের দেখার কথা ছিল। বর্তমান সরকার বলছেন ২০২৩ সালে দুর্ভিক্ষ দেখা দিবে সেই দুর্ভিক্ষ একমাত্র কৃষকেরা মোকাবেলা করবেন বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।
এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের বাসদের আহবায়ক নব কুমার কর্মকার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপজেলা শাখার সভাপতি এম এস আশরাফ সরকার, বাসদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো.সুজন মিয়া প্রমুখ।