ঢাকাবুধবার , ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জ পৌর এলাকায় আগুন ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

যুগের কথা ডেস্ক
মার্চ ২৯, ২০২৩ ১২:৩১ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ সদর উপজেলা পৌর এলাকার নতুন ভাঙ্গা বাড়ি কলেজপাড়া এক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে ক্ষতি হয়েছে প্রায় ৫ লক্ষ টাকা।

মঙ্গলবার (২৮ মার্চ ) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা পৌর এলাকার নতুন ভাঙ্গা বাড়ি কলেজপাড়া হেলাল উদ্দিন সরকারের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসীরা প্রায় ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত হেলাল উদ্দিন জানান আমার দুটি টিনের ঘর টিভি ফ্রিজ গহনা নগদ টাকা জমির দলিল সহ বিভিন্ন দরকারি কাগজ পত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে সব মিলিয়ে আমার প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

সিরাজগঞ্জের ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুপুর ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধরনা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।