দরিদ্রদের মাঝে মৌসুমী ফল বিতরণ করল ছাত্রলীগ কর্মী ওমর ফারুক ডলফিন
অসহায় ও দরিদ্র মানুষের পুষ্টি চাহিদা পূরণে মৌসুমী ফল বিতরণ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মী ওমর ফারুক ডলফিন। বুধবার দুপুরে সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা ও মুজিব সড়কে বিভিন্ন পথচারী ও দরিদ্রদের মাঝে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে এই কার্যক্রম করা হয়। কার্যক্রম সম্পর্কে ওমর ফারুক ডলফিন বলেন, বর্তমানে প্রচন্ড তাপদাহ এবং গরমে দরিদ্র মানুষেরা একদিকে যেমন অসুস্থ হয়ে পড়ছে অন্যদিকে তাদের পক্ষে মৌসুমী ফল কিনে খাওয়া সম্ভব হয় না। তাই সাধ্য অনুযায়ী তাদের মৌসুমী ফলের স্বাদ দিতে এবং পুষ্টি চাহিদা পূরণে আম, আপেল, কলা, কমলা, খেজুর, আঙ্গুর, লিচু বিতরণ করলাম। বাংলাদেশ ছাত্রলীগ সবসময় সাধারণ শিক্ষার্থী এবং দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সংকটে সংগ্রামে। এখন এই তীব্র তাপদাহে তারা একটু হলেও যেন স্বস্তি বোধ করে তাই এই উদ্যোগ। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আগামীতেও সবসময় অসহায় মানুষের পাশে থাকবে।
উক্ত কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মী হিমেল, তানভীর, সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাহস, পৌর ছাত্রলীগ কর্মী জিসান, পিয়াস সহ ছাত্রলীগের আরো কর্মী।