পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় এক যুবককে হত্যার দায়ে ৩ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৫ ফেব্র“য়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পাবনার বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আহসান তারেক এ রায় ঘোষণা দেন। এ সময় তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
নিহত ব্যক্তি শাহীন হোসেন (৩০) পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের কাশিনাথপুরের চরপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। পেশায় তিনি কাঠমিস্ত্রি ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, কাশিনাথপুরের চরপাড়ার গ্রামের মো. শাহেদ আলীর তিন ছেলে মো. বাবু (৩৮), মো. মোস্তফা (৩২) এবং মো. আবু (৩৫)। তবে আসামিরা সবাই পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৭ জুলাই রাতে কাঠমিস্ত্রির কাজ শেষে বাড়ি ফেরার পথে মালি রামানন্দপুরের কালভার্ট রোডে পৌঁছামাত্রই পূর্ব পরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা আসামিরা চাপাতি, লাঠি, লোহার রড, তলোয়ার দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় আশপাশের লোকজন শাহীনকে আশঙ্কাজনক অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনার পরের দিন নিহতের স্ত্রী সিমা খাতুন ১০ জনের নাম উল্লেখ করে পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ তদন্ত শেষে ৭ জনকে বাদ দিয়ে ৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। তবে ঘটনার পর থেকেই আসামিরা পলাতক রয়েছেন। দীর্ঘ শুনানির পর আদালত হত্যার সঙ্গে সরাসরি জড়িত ও পরিকল্পনাকারী ৩ জনকে আজ মঙ্গলবার (১৫ ফেব্র“য়ারি) যাবজ্জীবন কারাদণ্ডের এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী দেওয়ান মজনুল হক বলেন, এই মামলায় হত্যাকাণ্ডের ঘটনাটি প্রমাণিত হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আজ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা উচ্চ আদালতে আপিল করলেও সাজা কমানোর কোনো সুযোগ নেই।