ঢাকারবিবার , ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে ১৩ লাখ ইয়াবা সহ ২ জন কে আটক করেছে র‍্যাব ১৫।

জয়নাল আবেদীন মহেশখালী কক্সবাজার
আগস্ট ২৪, ২০২০ ১১:১৭ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারে ইয়াবার বড় চালান ধরলাে র‍্যাব ১৫। আটক করা এই চালানের ইয়াবার পরিমাণ ১৩ লাখ। এই ইয়াবা চালান পাচাকারী দুই ইয়াবাকারবারিকেও আটক করেছে র‍্যাব-১৫। গত ২৩ আগস্ট বিকাল ৫টা দিকে কক্সবাজার শহর সংলগ্ন মাঝিরঘাট থেকে থেকে সবচেয়ে বড় ইয়াবা চালানটি আটক করতে সক্ষম হয় র‍্যাব। এসময় এই চালান বহন করা একটি মাছধরার বােটও জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলাে- কক্সবাজার সদরের ঝিংলজা ইউনিয়নের দক্ষিণ হাজিপাড়ার এলাকার মৃত আবদুল মজিদের পুত্র মােঃ বিল্লাল (৪৫) ও উখিয়ার বালুখালী রােহিঙ্গা ক্যাম্প ১৩ এর এইচ ১৪ ব্লকের বশির আহমদের পুত্র মােঃ আয়াছ (৩৪)
সােমবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় র‍্যাব ১৫ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের এই তথ্য জানান, র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্ণেল তােফায়েল মােস্তফা সরােয়ার।
তিনি জানান, মিয়ানমার থেকে প্রবেশ করে বিপুল পরিমাণ ইয়াবাবাহী একটি মাছ ধরার বােট বৈরি আবহাওয়ার কারণে মাছ ধরার গভীর সাগর পথ ছেড়ে নদী পথে আসার খবর পায় র‍্যাব। এই খবর পেয়ে টেকনাফেই ওই বােটি চিহ্নি করে ধাওয়া করে র‍্যাব ১৫ এর পরিচালক আজিম আহমেদের নেতৃত্বে একটি দল। ধাওয়া খেলেও বৈরি আবহাওয়ার কারণে বােটটি গভীর সাগরের দিকে পালাতে পারেনি। এক পর্যায়ে বােটটি কক্সবাজার শহর সংলগ্ন মাঝিরঘাটে নােঙর করে। সেখানেই বােটটি আটক করে র‍্যাব সদস্যরা। বােটে থাকা দুইজনকে আটক করে। তাদের স্বীকারোক্তি মতো বােটের গােপন জায়গায় লোকানোে অবস্থা থেকে ইয়াবা একটি বিশাল পােটলা উদ্ধার করা হয়। পরে গুণে জানা গেলাে, ওই পােটলায় ১৩ লাখ ইয়াবা রয়েছে।
র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক বলেন, চালানটি আটক করার পর সাথে আটক করা দুইজনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, এই বিশাল ইয়াবা চালানটি গভীর সাগর হয়ে পাচার করতে মিয়ানমার থেকে আনা হয়েছিলাে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।