ঢাকারবিবার , ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের এক মাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনকে বাচাতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে টেকসই বেড়িবাঁধ চায় দ্বীপবাসী

এইচ মনছুর আলম কক্সবাজার
আগস্ট ২৪, ২০২০ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের টেকনাফে অবস্থিত বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ভাঙ্গন রােধ করে দ্বীপকে বাচানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে টেকসই বেড়িবাঁধ চায় পুরো সেন্টমার্টিন দ্বীপবাসী। এক সূত্রে জানা যায়, সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম পাড়া ও উওর সী বীচের জলতরঙ্গ কটেজ পয়েন্ট, কবরস্থান সংলগ্ন পশ্চিম মেইন সীবিচ পয়েন্ট, হোটেল প্রাসাদ ডেইল পাড়া পয়েন্ট, কোনার পাড়া মেইন সীবিচ পয়েন্ট দক্ষিন পাড়াসহ দ্বীপের অধিকাংশ পয়েন্ট ভেঙ্গে যায়। আরও জানা যায়, জলতরঙ্গ কটেজের ১৫টি নারিকেল গাছ সাগরের ঢেউয়ের আঘাতে পানিতে বিলীন হয়ে যায়। পাশাপাশি পুরো বাউন্ডারির মাটি সরে যাওয়ায় হুমকিতে রয়েছে। খোজ নিলে জানা যাবে আরো এ রকম বহু ভাঙ্গনের কাহীনি। অনেকে বলেন, আমাদের দ্বীপে যেভাবে ভাঙ্গন শুরু হয়েছে এ দ্বীপ আর বেশীদিন থাকবেনা। এ ব্যাপারে সেন্টমার্টিনে পরিবেশ অধিদপ্তরের দায়িত্বে থাকা আব্দুল আজিজের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সংযোগ দেওয়া সম্ভব হয়নি। সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ বলেন, সেন্টমার্টিন দ্বীপের কয়েক জায়গায় ভাঙ্গন শুরু হয়েছে। তাই আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে যাবে এ দ্বীপ। তিনি আরও বলেন দ্বীপকে রক্ষার জন্য জিওব্যাগ দিতে চাইলে পরিবেশ অধিদপ্তরের বাধার কারণে তা দেওয়া সম্ভব হয়না। তাই এ দ্বীপকে বাচানোর জন্য চেয়ারম্যানসহ দ্বীপের সকলে মাননীয় প্রধানমন্ত্রী, উখিয়া টেকনাফের সাংসদ, পরিবেশ অধিদপ্তর, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউএনও মহোদয়ের জরুরী সহযোগিতা কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।