ঢাকাবৃহস্পতিবার , ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

প্রধান বিচারপতির সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ

যুগের কথা ডেস্ক
জানুয়ারি ১৪, ২০২২ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

শাহজাদপুর প্রতিনিধি : গত ৮ জানুয়ারি শনিবার মাননীয় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর  ড. মোঃ শাহ্ আজম। এসময় তারা বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

প্রধান বিচারপতি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্য নিয়ে প্রতিষ্ঠিত সংস্কৃতি পরিমন্ডিত বিশেষায়িত বিশ্ববিদ্যালয়টির সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন এবং এই বিশ্ববিদ্যালয়ের বর্তমান কার্যক্রম সম্পর্কে অবহিত হতে চান। এর প্রেক্ষিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর মহোদয় বিশ্ববিদ্যালয়ের অভিলক্ষ্য ও সা¤প্রতিক কার্যক্রমসহ বিভিন্ন  বিষয় তাঁকে অবগত করেন। বিশ্ববিদ্যালয়ের সেশনজট কাটিয়ে ওঠা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, অ্যাকাডেমিক উৎকর্ষ বিধানসহ, শিক্ষাক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন করতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নিরলস পরিশ্রম করছে বলে মাননীয় ভাইস-চ্যান্সেলর জানান তাঁকে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক প্রচেষ্টা ও অগ্রগতির সংবাদে সন্তোষ প্রকাশ করে প্রধান বিচারপতি আশাবাদ ব্যক্ত করেন যে, শিক্ষা ও সংস্কৃতি চর্চায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় জাতীয় এবং আন্তর্জাতিক পরিমন্ডলে অবদান রাখবে।

মাননীয় প্রধান বিচারপতি মনে করেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায় আইনশিক্ষা কার্যকর ভূমিকা রাখতে পারে। তাই রবীন্দ্র বিশ্বিবদ্যালয়ে আইন অনুষদ চালু করা যায় কি না তা ভাইস-চ্যান্সেলর মহোদয়কে ভেবে দেখতে অনুরোধ করেন। এতে ভাইস-চ্যান্সেলর মহোদয়ও সহমত পোষণ করেন। প্রধান বিচারপতি আইন অনুষদ চালু হলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখার ইচ্ছা ব্যক্ত করেন। প্রধান বিচারপতি ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের জন্মস্থান একই জেলা কুষ্টিয়ায় হওয়ায় তাঁরা নানা বিষয়ে স্মৃতিচারণ করেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।