ঢাকাশনিবার , ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পদ্মা সেতুকে জাতীয় গর্বের প্রতীক হিসেবে স্বীকৃতির দাবি

যুগের কথা ডেস্ক
জুন ২৩, ২০২২ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

পদ্মা সেতুকে জাতীয় গর্বের প্রতীক হিসেবে স্বীকৃতির দাবি

পদ্মা সেতুকে জাতীয় গর্বের প্রতীক হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি করেছেন সিরাজগঞ্জ-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য তানভীর ইমাম। তিনি বলেন, ‘জাতীয় গর্বের জায়গা হচ্ছে পদ্মা সেতু। জাতি আজকে গর্ব করছে, মাথা উঁচু করে দাঁড়ায় এই সেতুর কারণে।’

বৃহস্পতিবার (২৩ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি কথা বলেন।
পদ্মা সেতু নিয়ে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়ে তানভীর ইমাম বলেন, ‘আমাদের দেশে সব প্রতীকেরই জাতীয় পরিচয় আছে। যেমন- জাতীয় পাখি দোয়েল, জাতীয় ফুল শাপলা, জাতীয় পতাকা আছে, জাতীয় কবি আছেন। সেই সঙ্গে আমার দাবিটি হচ্ছে— পদ্মা সেতুকে জাতীয় গর্বের প্রতীক হিসেবে স্বীকৃতি দেওয়া হোক।’

তিনি বলেন, ‘নিজ অর্থয়ানে শত বাধা-বিপত্তি ও প্রতিবদ্ধকতা পার করে আমরা যে জায়গায় দাঁড়িয়েছি, প্রধানমন্ত্রী আমাদের যে জায়গায় নিয়ে যেতে সক্ষম হয়েছেন, সেটি হচ্ছে আমাদের গর্বের জায়গা।’

তানভীর ইমাম বলেন, ‘একইসঙ্গে আমাদের স্লোগান হওয়া উচিত— জাতীয় গর্ব পদ্মা সেতু। আর জাতির গর্ব হিসেবে শেখ হাসিনাকে দেখতে চায়, তিনিই আমাদের জাতির গর্ব।’

পদ্মা সেতু নিয়ে অনেক বাকবিতাণ্ডা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘অনেক প্রতিবদ্ধকতা ও বিতর্ক পেরিয়ে প্রাণের পদ্মা সেতু আগামী ২৫ জুন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।