ঢাকাশুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

২৫ দিন পর শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ

যুগের কথা ডেস্ক
অক্টোবর ২৬, ২০২২ ১২:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

আগামী ২০ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২। এই পোস্টে ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ সময়সূচী সম্পর্কে বিস্তারিত জানবেন। এই পোস্টে ফুটবল বিশ্বকাপ ২০২২ এর খেলাগুলোর বাংলাদেশ সময় অনুযায়ী সূচি দেওয়া হয়েছে। তাই বিশ্বকাপ ফুটবল ২০২২ এর খুশি পরিবার ও বন্ধুদের সাথে ভাগাভাগি করতে এখনই এই পোস্টটি শেয়ার করুন ও সবাইকে জানিয়ে দিন ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ সময়সূচী বাংলাদেশ।

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ গ্রুপ

গ্রুপ এ এর কাতার ও ইকুইডর এর খেলার মাধ্যমে নভেম্বরের ২০ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ ২০২২ এর আসর। ডিসেম্বর মাসের ১৮তারিখ ফাইনাল এর মাধ্যমে সমাপ্তি ঘটবে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ এর। চলুন দেখে নেওয়া যাক কোন কোন গ্রুপে কোন কোন দল রয়েছে।

গ্রুপ এঃ কাতার, সেনেগাল, ইকুয়েডর, নেদারল্যান্ডস

গ্রুপ বিঃ ইংল্যান্ড, ইরান, ইউএসএ, ওয়েলস

গ্রুপ সিঃ আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড

গ্রুপ ডিঃ ফ্রান্স, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, টুনিশিয়া

গ্রুপ ইঃ স্পেন, কোস্টারিকা, জার্মানি, জাপান

গ্রুপ এফঃ বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া

গ্রুপ জিঃ ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন

গ্রুপ এইচঃ পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ সময়সূচী বাংলাদেশ

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ চলবে একাধিক স্টেজে। প্রথম পর্ব অর্থাৎ গ্রুপ পর্বে সকল দল অংশগ্রণ করবে, এরপর রাউন্ড অফ ১৬ তে ১৬টি উত্তীর্ণ দল খেলবে।

এরপর যথাক্রমে কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল, তৃতীয়স্থান নির্ধারণী ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। চলুন ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ সময়সূচী বাংলাদেশ জেনে নেওয়া যাক। এখানে উল্লেখিত সময় “রাত ১টা” বলতে 1AM বুঝানো হয়েছে। অর্থাৎ নভেম্বর ২২তারিখ রাত ১টা এর মানে হলো নভেম্বর ২১ এর রাত ১২টার পর আসা রাত ১টা।

গ্রুপ পর্ব

নভেম্বর ২০, কাতার বনাম ইকুইডর, রাত ১০টা

নভেম্বর ২১, ইংল্যান্ড বনাম ইরান, সন্ধ্যা ৭টা

নভেম্বর ২১, সেনেগাল বনাম নেদারল্যান্ডস, রাত ১০টা

নভেম্বর ২২, ইউএসএ বনাম ওয়েলস, রাত ১টা

নভেম্বর ২২, আর্জেন্টিনা বনাম সৌদি আরব, বিকাল ৪টা

নভেম্বর ২২, ডেনমার্ক বনাম টুনিশিয়া, সন্ধ্যা ৭টা

নভেম্বর ২২, মেক্সিকো বনাম পোল্যান্ড, রাত ১০টা

নভেম্বর ২৩, ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া, রাত ১টা

নভেম্বর ২৩, মরক্কো বনাম ক্রোয়েশিয়া, বিকাল ৪টা

নভেম্বর ২৩, জার্মানি বনাম জাপান, সন্ধ্যা ৭টা

নভেম্বর ২৩,  স্পেন বনাম কোস্টারিকা, রাত ১০টা

নভেম্বর ২৪, বেলজিয়াম বনাম কানাডা, রাত ১টা

নভেম্বর ২৪, সুইজারল্যান্ড বনাম ক্যামেরুন, বিকাল ৪টা

নভেম্বর ২৪, উরুগুয়ে বনাম দক্ষিণ কোরিয়া, সন্ধ্যা ৭টা

নভেম্বর ২৪, পর্তুগাল বনাম ঘানা, রাত ১০টা

নভেম্বর ২৫, ব্রাজিল বনাম সার্বিয়া, রাত ১টা

নভেম্বর ২৫, ওয়েলস বনাম ইরান, বিকাল ৪টা

নভেম্বর ২৫, কাতার বনাম সেনেগাল, সন্ধ্যা ৭টা

নভেম্বর ২৫, নেদারল্যান্ডস বনাম ইকুইডর, রাত ১০টা

নভেম্বর ২৬, ইংল্যান্ড বনাম ইএসএ, রাত ১টা

নভেম্বর ২৬, টুনিশিয়া বনাম অস্ট্রেলিয়া, বিকাল ৪টা

নভেম্বর ২৬, পোল্যান্ড বনাম সৌদি আরব, সন্ধ্যা ৭টা

নভেম্বর ২৬, ফ্রান্স বনাম ডেনমার্ক, রাত ১০টা

নভেম্বর ২৭, আর্জেন্টিনা বনাম মেক্সিকো, রাত ১টা

নভেম্বর ২৭, জাপান বনাম কোস্টারিকা, বিকাল ৪টা

নভেম্বর ২৭, বেলজিয়াম অনাম মরোক্কো, সন্ধ্যা ৭টা

নভেম্বর ২৭, ক্রোয়েশিয়া বনাম কানাডা, রাত ১০টা

নভেম্বর ২৮, স্পেন বনাম জার্মানি, রাত ১টা

নভেম্বর ২৮, ক্যামেরুন বনাম সার্বিয়া, বিকাল ৪টা

নভেম্বর ২৮, দক্ষিণ কোরিয়া বনাম ঘানা, সন্ধ্যা ৭টা

নভেম্বর ২৮, ব্রাজিল বনাম সুইজারল্যান্ড, রাত ১০টা

নভেম্বর ২৯, পর্তুগাল বনাম উরুগুয়ে, রাত ১টা

নভেম্বর ২৯, ইকুইডর বনাম সেনেগাল, রাত ৯টা

নভেম্বর ২৯, নেদারল্যান্ডস বনাম কাতার, রাত ৯টা

নভেম্বর ৩০, ইরান বনাম ইউএসএ, রাত ১টা

নভেম্বর ৩০, ওয়েলস বনাম ইংল্যান্ড, রাত ১টা

নভেম্বর ৩০, টুনিশিয়া বনাম ফ্রান্স, রাত ৯টা

নভেম্বর ৩০, অস্ট্রেলিয়া বনাম ডেনমার্ক, রাত ৯টা

ডিসেম্বর ১, পোল্যান্ড বনাম আর্জেন্টিনা, রাত ১টা

ডিসেম্বর ১, সৌদি আরব বনাম মেক্সিকো, রাত ১টা

ডিসেম্বর ১, ক্রোয়েশিয়া বনাম বেলজিয়াম, রাত ৯টা

ডিসেম্বর ১, কানাডা বনাম মরক্কো, রাত ৯টা

ডিসেম্বর ২, জাপান বনাম স্পেন, রাত ১টা

ডিসেম্বর ২, কোস্টারিকা বনাম জার্মানি, রাত ১টা

ডিসেম্বর ২, দক্ষিণ কোরিয়া বনাম পর্তুগাল, রাত ৯টা

ডিসেম্বর ২, ঘানা বনাম উরুগুয়ে, রাত ৯টা

ডিসেম্বর ৩, সার্বিয়া বনাম সুইজারল্যান্ড, রাত ১টা

ডিসেম্বর ৩, ক্যামেরুন বনাম ব্রাজিল, রাত ১টা

গ্রুপ অফ ১৬

গ্রুপ অফ ১৬ এর খেলা অনুষ্ঠিত হবে গ্রুপ স্টেজের শীর্ষ ১৬টি দল নিয়ে। এখানে আমরা আপাতত শুধুমাত্র খেলার সময় ও তারিখ উল্লেখ করছি, টুর্নামেন্ট চলাকালীন সময়ের উপর ভিত্তি করে স্ট্যান্ডিংস অনুসারে এই পোস্টের তথ্য আপডেট করা হবে। তাই চাইলে এই পোস্ট টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন বা ব্রাউজারে বুকমার্কও করে রাখতে পারেন।

ডিসেম্বর ৩, রাত ৯টা

ডিসেম্বর ৪, রাত ১টা

ডিসেম্বর ৪, রাত ৯টা

ডিসেম্বর ৫, রাত ১টা

ডিসেম্বর ৫, রাত ৯টা

ডিসেম্বর ৬, রাত ১টা

ডিসেম্বর ৬, রাত ৯টা

ডিসেম্বর ৭, রাত ১টা

কোয়ার্টার ফাইনাল

ডিসেম্বর ৯, রাত ৯টা

ডিসেম্বর ১০, রাত ১টা

ডিসেম্বর ১০, রাত ৯টা

ডিসেম্বর ১১, রাত ১টা

সেমি ফাইনাল

ডিসেম্বর ১৪, রাত ১টা

ডিসেম্বর ১৫, রাত ১টা

তৃতীয় স্থান নির্ধারনী

ডিসেম্বর ১৭, রাত ৯টা

ফাইনাল

ডিসেম্বর ১৮, রাত ৯টা

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ টিকেট

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ এর টিকেট বিক্রি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ফিফা’র অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিশ্বকাপ ফুটবল এর টিকেট কেনা যাবে। টিকেট কিনতে ও বিস্তারিত জানতে FIFA.com/tickets লিংকে ভিজিট করুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।