ঢাকাশুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ২,সম্পাদক পদে ২

যুগের কথা ডেস্ক
মার্চ ৪, ২০২৩ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

যুগের কথা প্রতিবেদক: ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলন করলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
শনিবার (৪ মার্চ) প্রেসক্লাব ভবনে নির্বাচন কমিশনারগণের হাত থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন প্রার্থীরা। ১৩টি পদের বিপরীতে ১৮টি মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।এ সময় প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. মাসুদ পারভেজ নওশাদ, নির্বাচন কমিশনার এ্যাড. আব্দুল হামিদ সরকার ও নির্বাচন কমিশনার আতাউর রহমান রহমান বরাত,
নির্বাচনী ট্রাইব্যুনাল প্রধান এ্যাড. সুকুমার চন্দ্র দাস, ট্রাইব্যুনালের সদস্য প্রফেসর আসাদুজ্জামান চৌধুরী (নাসিম চৌধুরী) সহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র বিতরণ শেষে নির্বাচন কমিশনার এ্যাড. আব্দুল হামিদ সরকার বলেন, আমাদের সর্বমোট মনোনয়নপত্র বিক্রি হয়েছে ১৮টি। চারটি পদে একাধিক প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। বাকী পদগুলোতে ১ জন করে প্রার্থীই মনোনয়ন
তুলেছেন।মনোনয়নপত্র উত্তোলনকারী প্রার্থীরা হলেন সভাপতি (২ জন) পদে হেলাল উদ্দিন ও আলহাজ্ব মৌলভী মো: নজরুল ইসলাম, সহ-সভাপতি পদে (১ জন) শহিদুল ইসলাম ফিলিপস, সাধারণ সম্পাদক পদে (২ জন) ইসরাইল হোসেন বাবু ও ফজল-এ-খোদা লিটন, সহ-সাধারণ সম্পাদক পদে (১ জন) আব্দুল মজিদ সরকার, সাংগঠনিক সম্পাদক পদে (১ জন) বীর মুক্তিযোদ্ধা এস এইচ ফিরোজী, অর্থ সম্পাদক (১জন)
মাহমুদুল হাসান উজ্জল, দপ্তর সম্পাদক (১ জন) জহুরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক (১ জন) আমিনুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক (২ জন) রোমান আহম্মেদ ও সেলিম রেজা, সাহিত্য ও পাঠাগার সম্পাদক (২ জন) শফিক
মোহাম্মদ রুমন ও বীর মুক্তিযোদ্ধা মান্না রায়হান। এছাড়াও কার্যকরী সদস্য পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন (৪ জন) এস এম তফিজ উদ্দিন, ইসমাইল হোসেন, রিফাত রহমান ও আব্দুল হামিদ খান হীরা। ঘোষিত তফসীল অনুযায়ী আগামী ৫ মার্চ বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত মনোনয়ন পত্র গ্রহণ, ৬ মার্চ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মনোনয়ন পত্রবাছাই, আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ৮ মার্চ বিকেল ৫টায় প্রার্থীদের খসড়া তালিকাপ্রকাশ, ১২ মার্চ রাত ৮টা পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় এবং ১৩ মার্চবিকেল ৫টায় প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ। ২৩ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ২টা
পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।